প্রকাশিত: Tue, May 14, 2024 1:36 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:33 PM

দেশে ইসলামী উপন্যাসের ভালো মার্কেট আছে, কিন্তু লেখক নেই

মুশফিক ওয়াদুদ

বাংলাদেশে ইসলামী উপন্যাসের একটি ভালো মা?র্কেট আছে, কিন্তু লেখক নেই। হাতে গোনা অল্প কয়েকজন লেখক। এবং যারা লেখেন তাদের ভাষার জ্ঞান খুবই নিম্নমানের। অনেকের গদ্যই হয় না। উপমহাদেশে ইসলামী উপন্যাসের জনপ্রিয় লেখক নসিম হিজাজীরা সাথে তুলনা করলে দেশে কারো নাম পাবেন না।  বাংলাদেশে ইসলামী উপন্যাসের যে সব লেখক আছে তাঁদের সবচেয়ে বড় সমস্যা মনে হয় অতিরিক্ত নৈতিকতা আনতে গিয়ে প্রায় অবাস্তব বানিয়ে ফেলেন। এ ক্ষেত্রে তুলনামূলক ভালো লেখেন সংগ্রাম সম্পাদক জামায়াতের আবুল আসাদ। 

বিভিন্ন দেশ নিয়ে, সেখানকার সমস্যা নিয়ে তারা যে লেখা সেটা ভালো। গল্পের প্লটগুলো ভালো। কিন্তু তাঁর উপন্যাসেও অতিরিক্ত নৈতিকতা আনতে গিয়ে অবাস্তব বানিয়ে ফেলেছেন অনেক সময়। নায়ক-নায়িকাদের অনেক সময়ই সাধারণ রক্ত মাংসের মানুষ মনে হবে না। আর জোর করে কিছু বিষয় নিয়ে আসার একটি চেষ্টা আছে। যেমন, তাঁর থ্রিলারের একটি বড় থিম নায়ক আহম্মেদ মুসার প্রথম স্ত্রী তাকে জোর করে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করেছে। এই বিষয় টা কি মানবিক? আমাদের সমাজে কোনো তরুণী এমনটা করবেন? যে উপন্যাসের বিষয় বেশির ভাগ মানুষ রিলেট করতে পারে না, নায়ক-নায়িকার স্থানে নিজেদের কল্পনা করতে পারে না সেগুলো ভালো সাহিত্য অবশ্যই না। লেখক ও গবেষক